Ingen oplysninger
🕗 åbningstider
Mandag | ⚠ | |||||
Tirsdag | ⚠ | |||||
Onsdag | ⚠ | |||||
Torsdag | ⚠ | |||||
Fredag | ⚠ | |||||
Lørdag | ⚠ | |||||
Søndag | ⚠ |
Kazi Nazrul Islam Avenue, 1215, Dhaka, Dhaka District, BD Bangladesch
kontakter telefon: +88
Større kort og retningerLatitude: 23.7521143, Longitude: 90.3932722
sagor hossain
::One of the big masjid in kawran bazar dhaka
Shahin Hossain
::Amborshah Shahi Jame Masjid is a mosque at Kawran Bazar, Dhaka. It’s a jame-mosque having facility for the Musulli’s to say their Salat for each Wakt including a special arrangement for Jumma on Fridays.
Abdul Ohab
::Mosque is a peaceful place for Muslims. Its a such of kind of Mosque near Karwan Bazar. Muslim peoples pray here for their satisfaction and for Allah. This mosque's has beautiful architectural beauty to charm muslims. Well decorated mosque. Thank you.
Rony Support Channel Rony
::Many time I have pray my namaz hare. Excellent environment.
Ahmad Sayem
::খাজা আম্বর ছিলেন শায়েস্তা খানের খাজা প্রধান। তিনি ১৬৭৯-৮০ সালে নির্মাণ করেছিলেন একটি মসজিদ। যেটি এখন কারওয়ান বাজারে 'খাজা আম্বর শাহ জামে মসজিদ' নামে টিকে আছে। তখন এই মসজিদে যেতে হলে পেরোতে হতো একটি সুন্দর পুল যার নাম ছিল খাজা আম্বরের পুল। এই পুলটিও নির্মাণ করেন খাজা অম্বর। ষাটের দশকে সোনারগাঁও হোটেলের পাশে ময়মনসিংহ রোড প্রশস্ত করার সময় পুলটি ভেঙে ফেলা হয়। মসজিদ ভবনটি ৩ গম্বুজ বিশিষ্ট। সুন্দর কারুকাজপূর্ণ এবং নকশা করা। মসজিদের মূল ভবনের পাশে ৫ তলা বিশিস্ট আরো একটি ভবন রয়েছে যার আয়তন ১৫০০ বর্গফুট। মসজিদের বাইরে উঠানে সাধারণ গাছ ছাড়াও বেশ কয়েকটি ফুলের গাছও রয়েছে। মসজিদের পশ্চিম পার্শ্বে একটি মাঠ রয়েছে। এখানে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়াও এখানে আসর এবং এশার নামাজের পর তালিম এবং যিকির হয়ে থাকে। জুম’আর নামাজে মুসুল্লীদের অংশগ্রহন একটি লক্ষ্যনীয় বিষয়। এখানে প্রতি ওয়াক্তে দুই থেকে আড়াই হাজার মুসুল্লী একসাথে নামাজ আদায় করে থাকেন। নামাজের সময় ব্যতীত অন্যান্য সময়গুলোতে মুসুল্লীরা মসজিদে নিজ নিজ প্রয়োজনীয় ইবাদত করে থাকেন। এই মসজিদে অযু করার জন্য সার্বক্ষণিক পানি সরবরাহের সুব্যবস্থা রয়েছে। এছাড়া এখানে টয়লেট এবং প্রস্রাব করার ব্যবস্থা রয়েছে। এখানে মোট টয়লেটের সংখ্যা ৫০টি। সাধারন দর্শনার্থীদের জন্য মসজিদ পরিদর্শনের বিশেষ সুযোগ রয়েছে। শালীন পোষাক পড়ে পবিত্র অবস্থায় মসজিদ পরিদর্শন করা যায়। পরিদর্শনকালে অনুমতি সাপেক্ষে ছবি এবং ভিডিও ফুটেজ তোলা যায়। মসজিদ কমিটি কর্তৃক পরিচালিত একটি এতীমখানা রয়েছে। এখানে মসজিদ ভিত্তিক পাঠ্যক্রম অনুসারে হাফিজিয়া পড়ানো হয়। মসজিদের নিজস্ব লাইব্রেরী রয়েছে। এখানে হাদীস, কোরআন এবং তাফসীরসহ বিভিন্ন ইসলামী বই পুস্তকের সংগ্রহ রয়েছে। এখানে ৫০০টির বেশি বইয়ের সংগ্রহ রয়েছে।